বিএনপির নেতা ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, “রুমিন ফারহানা একজন রাজনৈতিক বাঘিনি। বিএনপিতে তার মতো নেত্রী খুব একটা নেই। সাহসী ও বুদ্ধিমতী হওয়ার কারণেই তাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে।”
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে রনি রুমিন ফারহানার রাজনৈতিক ব্যক্তিত্ব, সম্ভ্রান্ত পারিবারিক ব্যাকগ্রাউন্ড ও নেতৃত্বের গুণাবলী নিয়ে কথা বলেন। তিনি রুমিনকে “বিউটি উইথ ব্রেইন” আখ্যা দেন।
রনির মতে, রুমিন ফারহানার বাবার মর্যাদাপূর্ণ অবস্থান বিএনপির মধ্যে তাকে বিশেষ আসনে বসিয়েছে। তিনি বলেন, “রুমিনকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করার মতো নেতা বিএনপিতে নেই বললেই চলে। সাহসী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি যে কাউকেই জবাব দিতে পারেন।”
রনি আরও বলেন, নারী যখন মেধাবী ও প্রভাবশালী হয়ে ওঠেন, তখন তা পুরুষতান্ত্রিক সমাজে অনেকের জন্য অস্বস্তিকর হয়ে ওঠে। রুমিন ফারহানার ক্ষেত্রেও ঠিক সেটিই ঘটছে।
তিনি মনে করেন, দলের দুঃসময়ে সংসদে বক্তব্যের মাধ্যমে রুমিন বিএনপিকে একাই উজ্জীবিত করেছেন। টেলিভিশন টকশোতেও বর্তমানে বিএনপির অন্যতম শীর্ষ তারকা তিনি।
তবে রুমিন ফারহানার পক্ষে বিএনপির দৃঢ় অবস্থান না থাকাকে রাজনৈতিক ভুল হিসেবে উল্লেখ করেন রনি। তিনি অভিযোগ করেন, বিএনপি প্রায়ই নিজেদের ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করছে। “রুমিনকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে যেমন রুমিন ক্ষতিগ্রস্ত হবেন, একইভাবে বিএনপিও বড় ক্ষতির মুখে পড়বে।”—যোগ করেন গোলাম মাওলা রনি।