টাঙ্গাইলে মেসার্স মোল্লা সন্স টিনের দোকানের ম্যানেজার বিপ্লব কুমার ঘোষ আত্মহত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মৃত ম্যানেজারের স্ত্রী কৃষ্ণা সরকার বাদী হয়ে টাঙ্গাইল থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেছেন।
মামলায় অভিযুক্ত করা হয়েছে দোকানের মালিকের স্ত্রী মাহমুদা হক কল্পনা (৬০) এবং আরও কয়েকজনকে। পুলিশ ইতিমধ্যে দোকানের মালিককে গ্রেফতার করেছে। টাঙ্গাইল থানার অফিসার ইনচার্জ ওসি তানবীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনায় সংক্ষিপ্ত বিবরণ:
বিপ্লব কুমার ঘোষ সিরাজগঞ্জের দরগাহ রোড এলাকার মৃত নিখিল ঘোষের ছেলে। তিনি দীর্ঘ ১৮-২০ বছর টাঙ্গাইলের পূর্ব আদালতপাড়ায় মেসার্স মোল্লা এন্ড সন্স টিনের দোকানে ম্যানেজার হিসেবে কাজ করতেন।
প্রতিষ্ঠানটির মালিক অসুস্থ হয়ে পড়ার পর তার স্ত্রী মাহমুদা হক কল্পনা দোকানের দায়িত্বভার গ্রহণ করেন। তবে ২-৩ মাস আগে বিপ্লব ঘোষ দোকানের বড় দায়িত্ব নিতে অস্বীকার করলে মালিকপক্ষ তার কাছে ৭০-৮০ লাখ টাকার কমিশন ফেরত দাবি করে। বিভিন্ন সময়ে অভিযোগ রয়েছে, মালিকপক্ষ মোবাইল ফোন ও সরাসরি গিয়ে বিপ্লবকে ভয়ভীতি প্রদর্শন করেছিল।
এই মানসিক চাপের কারণে বিপ্লব কুমার ঘোষ ১৭ আগস্ট দুপুরে নিজ বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে এবং ধর্মীয় বিধিমতে সৎকার করা হয়।
মৃত ব্যক্তির স্ত্রী কৃষ্ণা সরকার অভিযোগ করেছেন, “আমার স্বামীকে আতঙ্কিত করে আত্মহত্যার দিকে ধাক্কা দেওয়া হয়েছে। আমি চাই অভিযুক্তদের শাস্তি হোক।”
ওসি তানবীর আহমেদ জানান, মামলা দায়ের করা হয়েছে (ধারা ৩০৬/৩৪, মামলা নং-২৪)। অভিযুক্ত আদালতে আত্মসমর্পণ করলে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।