টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অবৈধ বালুঘাটে বালু নামানোর সময় বাল্কহেড থেকে পড়ে আশরাফুল ইসলাম (১৭) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। তিনি সিরাজগঞ্জ জেলার সারটিয়া গ্রামের নজর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ভূঞাপুরের বাগানবাড়ী এলাকায় বাল্কহেড থেকে বালু নামানোর সময় আশরাফুল পা পিছলে নদীতে পড়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হন।
পরে খবর পেয়ে বুধবার (২৭ আগস্ট) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও আশরাফুলকে খুঁজে পাওয়া যায়নি।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের লিডার মিজানুর রহমান জানান, যমুনা নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান সফল হয়নি এবং দুপুরে অভিযান সমাপ্ত করা হয়।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল অবস্থান করছে। তবে নিখোঁজ শ্রমিকের এখনো কোনো সন্ধান মেলেনি।