টাঙ্গাইলে চিংড়ি মাছের খোলসে জেলি ভরে ওজন বাড়িয়ে বিক্রি এবং নকল কসমেটিকস বিক্রির অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৭৫ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে শহরের পার্ক বাজার ও টাঙ্গাইল ক্লাবের বাটার গলিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, পার্ক বাজারের আড়তদার মিজানুর রহমানকে চিংড়ি মাছে জেলি ভরে বিক্রির অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে মুরগি বিক্রিতে ওজনে কম দেওয়ার দায়ে ব্যবসায়ী আরশাফকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া টাঙ্গাইল ক্লাবের পেছনে বাটার গলির ‘তাজ কালেকশন’ নামক একটি কসমেটিকস দোকানে অবৈধ ও নিষিদ্ধ পণ্য বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এসময় টাঙ্গাইল পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সাহিদা আক্তার, ক্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।