ইসরায়েলের সঙ্গে মাইক্রোসফটের সংশ্লিষ্টতার প্রতিবাদ করায় প্রতিষ্ঠানটির চার কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। অভিযোগ উঠেছে, মাইক্রোসফট ইসরায়েলি সেনাবাহিনীকে প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে। এর বিরোধিতা করায় কর্মীদের এ সিদ্ধান্তের মুখে পড়তে হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বরখাস্ত হওয়া কর্মীরা অফিসে প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেছিলেন। তাদের মধ্যে দুজন মাইক্রোসফট প্রেসিডেন্টের অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভকারীদের সংগঠন ‘নো এআই ফর অ্যাপার্থেইড’ জানায়, প্রথমে অ্যানা হ্যাটেল ও রিকি ফামেলিকে ভয়েস মেইলের মাধ্যমে বরখাস্তের নোটিশ দেওয়া হয়। পরে নিসরিন জারাদাত ও জুলিয়াস শান নামের আরও দুজন কর্মীকেও চাকরিচ্যুত করা হয়।
মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিষ্ঠানের নীতি ও আচরণবিধি গুরুতরভাবে লঙ্ঘন করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বিষয়টি এখনো তদন্তাধীন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় দেখা হচ্ছে। কোম্পানির মুখপাত্র জোর দিয়ে বলেন, এ ধরনের আচরণ “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” এবং মাইক্রোসফটের মূল মূল্যবোধ ও নীতিমালার পরিপন্থী।