জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় ফেরানোর পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “জাতীয় পার্টির কর্মকাণ্ডই প্রমাণ করে তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য কাজ করছে। অবৈধ সংসদকে বৈধতা দেওয়া থেকে শুরু করে সাম্প্রতিক ঘটনাগুলোও তারই অংশ।”
তিনি অভিযোগ করে বলেন, “নুরুল হক নুরের ওপর হামলাও এই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। তাদের কর্মকাণ্ড সুনির্দিষ্টভাবে ফ্যাসিবাদী চরিত্র প্রকাশ করে।”
উপদেষ্টা আসিফ আরও বলেন, “এই হামলার বিচার অবশ্যই হবে। আওয়ামী লীগের আমলেও এমন হামলা হয়নি। অন্তর্বর্তী সরকারের আমলে এই ঘটনা ঘটেছে, তাই এই সরকারের দায়িত্ব হচ্ছে এর সমাধান করা।”
তিনি প্রশ্ন রেখে বলেন, “একটি নিবন্ধিত রাজনৈতিক দলের কর্মসূচিকে কীভাবে মব বলা হয়? রাজনৈতিক কর্মসূচি আর মব ভিন্ন বিষয়—এটি বোঝা জরুরি।”
এ সময় নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বর্তমানে নুর আইসিইউতে চিকিৎসাধীন আছেন।