টাঙ্গাইল পৌর শহরের পার্ক বাজারে অভিযান চালিয়ে ২,৬৭১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমান আদালত দোকান মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করে।
সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে পৌনে ১১টা পর্যন্ত অভিযানটি পরিচালনা করেন টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়ান আসিফ পেলে। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর। র্যাব-১৪ সিপিসি-৩ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
পরিবেশ সুরক্ষার উদ্দেশ্যে টাঙ্গাইল জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিপ্লব কুমার সূত্রধর।