দুর্নীতি দমন কমিশন (দুদক) বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরে চিঠি পাঠিয়েছে, যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোল রেড অ্যালার্ট জারির প্রস্তাব রাখা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ও তার ছেলে বর্তমানে বিদেশে অবস্থান করছেন। ন্যায়বিচারের স্বার্থে তাদের অবস্থান সনাক্ত করে দেশে ফিরিয়ে আনা এবং আইনের আওতায় আনা জরুরি, বলে আদালত ওয়ারেন্ট ইস্যু করেছে।
দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় ক্ষমতার অপব্যবহার করে বেআইনিভাবে পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দ নিয়েছিলেন। এই প্লট বরাদ্দ সংক্রান্ত অনুসন্ধান শুরু করে দুদক ২০২৪ সালের ডিসেম্বর।
চিঠি পাঠানোর উদ্দেশ্য হলো, মামলার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা।
 
			 
    	 
		     
                                
 
                                





 
							




