টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ডুলুটিয়া প্যারাজান বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তুহিন হোসেন।
অভিযানে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নবাব আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, গোপালপুর থানা পুলিশের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অভিযান শেষে ইউএনও তুহিন হোসেন বলেন, “অবৈধ চায়না দুয়ারী জাল ব্যবহারের কারণে দেশীয় মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”
এদিকে স্থানীয়রা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এমন উদ্যোগ দেশীয় মাছের প্রজনন রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে।