টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় নতুন করে আরো ৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৭৬ জনে। আর মোট মৃতের সংখ্যা হলো ১১ জন। এছাড়া নতুন আরো ৭ জন আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ১৬২ জন।
নতুন আক্রান্তদের মধ্যে মির্জাপুর উপজেলায় ২০, ভূঞাপুর উপজেলায় ৪, গোপালপুর উপজেলায় ২, দেলদুয়ার উপজেলায় ২, সখিপুর উপজেলায় ১ ও সদর উপজেলায় ১ জন রয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান তথ্যগুলো নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ১৬ জুন ১৩৫টি নমুনা ঢাকায় পাঠানো হয়। প্রেরিত নমুনার একাংশের ফলাফল গতকাল বুধবার (২৪ জুন) সকালে আসে। আজ বৃহস্পতিবার বাকি অংশের ফলাফল আসে। তার সাথে গত ২২ জুন তারিখে পাঠানো ১৫০টি নমুনার ফলাফলও আজ এসেছে। এতে নতুন করে মোট ৩০টি পজেটিভ শনাক্ত হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) তারিখ পর্যন্ত জেলার মোট করোনা আক্রান্ত সংখ্যা ৪৭৬ জন। এর মধ্যে মির্জাপুর ১৪৫, সদর ৭৪, নাগরপুর ৩৬, কালিহাতী ৩৫, মধুপুর ৩১, দেলদুয়ার ৩১, ধনবাড়ী ২৩, ঘাটাইল ২১, গোপালপুর ২৭, ভূঞাপুর ২৬, সখিপুর ১৭ এবং বাসাইল ১০ জন আক্রান্ত।