টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ১১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। রবিবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান কিভাবে চালানো হয়?
সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, এলেঙ্গা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় গাঁজা হস্তান্তরের চেষ্টা হচ্ছে। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোঃ ইব্রাহীম আলী (২৯) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।
জব্দকৃত সামগ্রী
তল্লাশির সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়:
-
১১ কেজি ২০০ গ্রাম গাঁজা
-
দুটি মোবাইল ফোন
জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩৬ হাজার টাকা।
মামলা ও পরবর্তী ব্যবস্থা
গ্রেপ্তারকৃত আসামিকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১৪ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা হবে।