চাঁদপুরে ইলিশের ভরা মৌসুমে সরবরাহ থাকলেও বাজারে দাম বেড়েছে হু হু করে। প্রতিদিন ঘাটে চার থেকে পাঁচ শত মণ ইলিশ উঠলেও গত চার দিনে প্রতি কেজিতে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ ক্রেতারা পড়েছেন চরম ভোগান্তিতে।
স্থানীয় ক্রেতারা অভিযোগ করছেন, বাজারে মাছ থাকলেও দাম এত বেশি যে নাগালের বাইরে চলে গেছে। ফলে ইলিশ কিনতে হিমশিম খাচ্ছেন তারা।
খুচরা বিক্রেতাদের দাবি, দেশের বিভিন্ন এলাকায় চাঁদপুরের ইলিশের ব্যাপক চাহিদা থাকায় পাইকাররা মাছ কিনে নিয়ে যাচ্ছেন। বড় আকারের মাছের দাম দ্বিগুণ হয়ে গেছে। এদিকে সরকার ইলিশ রপ্তানির উদ্যোগ নিয়েছে বলেও জানান ব্যবসায়ীরা।
মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল বারি জমাদার জানান, ইলিশের সরবরাহ এখনো প্রত্যাশিত মাত্রায় পৌঁছেনি। তাই দামে প্রভাব পড়েছে। তবে সরবরাহ বাড়লে দাম স্বাভাবিক হতে পারে।
বর্তমানে বাজারে ৫০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১,৫০০ থেকে ১,৮০০ টাকায়। আর এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২,৫০০ থেকে ২,৬০০ টাকার বেশি দামে।