আসন্ন দুর্গাপূজা ঘিরে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
এসময় প্রধান উপদেষ্টা বলেন, “দুর্গাপূজা ঘিরে যেন কোনো ষড়যন্ত্রের সুযোগ তৈরি না হয়। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।” একই সঙ্গে তিনি পূজার প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টাকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান। তারা জানান, গত বছরের তুলনায় এ বছর এক হাজারের বেশি নতুন পূজামণ্ডপ তৈরি হচ্ছে। বর্তমানে সারা দেশে পূজামণ্ডপ প্রস্তুতির কাজ পুরোদমে চলছে।
এছাড়া, সরকারের পক্ষ থেকে এবারের দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলেও জানান নেতারা। তারা ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, গতবারের মতো এবারও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হবে।
 
			 
    	 
		     
                                
 
                                





 
							




