টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার আলোচিত অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি নাসির উদ্দীন (১৮) কে গ্রেপ্তার করেছে র্যাব। একই সঙ্গে অপহৃত কলেজছাত্রী ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের সিপিসি-৩ এর একটি আভিযানিক দল সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সহায়তায় কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাসির উদ্দীন দীর্ঘদিন ধরে ভিকটিম কলেজছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৮ জুলাই সকালে অন্য আসামিদের সহযোগিতায় কিশোরীকে অপহরণ করে নিজ বাড়িতে নিয়ে যায় এবং সেখানে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের মা আদালতে মামলা দায়ের করলে আদালতের নির্দেশে ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতে হস্তান্তর করা হয়েছে।