আসন্ন শারদীয় দুর্গা পূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান, ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ঘাটাইল উপজেলা শাখার সভাপতি অধির চন্দ্র সাহাসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও মন্দির কমিটির সদস্যরা। সভা সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান।
বক্তারা শারদীয় দুর্গা পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মন্দিরে নিরাপত্তা জোরদার করা এবং সর্বস্তরের সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া পূজা চলাকালীন সময়ে পূজা-অর্চনা নির্বিঘ্নে সম্পন্ন করতে ও সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে উৎসব উদযাপন করতে পারেন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।