গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন উলুসারা এলাকায় ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র আবুল কালাম আজাদ হত্যা মামলার এজাহারনামীয় শীর্ষ আসামি আকাশ ওরফে পিচ্চি আকাশ (২৭) এবং তার সহযোগী মো. সৌরভ (২৫)–কে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে টাঙ্গাইল জেলার বাসাইল থানার করাতিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-১৪ সিপিসি-৩, টাঙ্গাইল এবং র্যাব-১ সিপিএসসি, পোড়াবাড়ি ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এ দুই আসামিকে গ্রেফতার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত ছাত্র আবুল কালাম আজাদ গাজীপুরে থেকে পড়াশোনা করতেন এবং আসামিদের পূর্বপরিচিত ছিলেন। আসামিরা তাকে বিভিন্ন সময় হুমকি ও নির্যাতন করত। গত ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে আজাদকে ডেকে উলুসারা এলাকার একটি বেকারির দোকানে নিয়ে যাওয়া হয়। সেখানে আকাশ, সৌরভসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা কাঞ্চন বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আকাশ ওরফে পিচ্চি আকাশ এবং সৌরভ দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে অস্ত্র, দস্যুতা, অপহরণ, চাঁদাবাজি, মাদক ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।