বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করতে একটি মহল ষড়যন্ত্র করছে। তবে এ ষড়যন্ত্রকারীরা কোনোভাবেই সফল হবে না।
বুধবার (১৭ সেপ্টেম্বর) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে সমাজসেবক মরহুম হাজী হোসেন উদ্দিন সিকদারের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “যারা অতীতে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে, তারাই আবার জাতীয় নির্বাচন নিয়ে নতুন ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু জনগণ বিএনপির মনোবল। ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে এবং বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ মার্কায় ভোট চাইতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম হাজী হোসেন উদ্দিন সিকদারের ছেলে ও তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজা। এ সময় আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন প্রমুখ।
এছাড়া বিপুল সংখ্যক নেতাকর্মীর সঙ্গে প্রাইভেটকার ও মোটরসাইকেল বহরে আবুল কালাম আজাদ সিদ্দিকী ক্যাম্পে পৌঁছান এবং পরে মরহুম হাজী হোসেন আলীর কবর জিয়ারত করেন।