নাগরপুর প্রতিনিধি : সারাদেশের মতো বাংলাদেশ হেল্থ এ্যাসিসটেন্ট এসোসিয়েশনের কর্মসূচীর অংশ হিসেবে নাগরপুরেও স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করছেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাদের দাবী না মানা পযর্ন্ত এই কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা জানান তারা।
১৯৯৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা ও ২০১৮ সালে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষনা এবং চলতি বছর ২০ ফেব্রুয়ারী স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবীতে এই কর্মবিরতি চলছে।
“ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীদের অবদান” স্লোগান সামনে নিয়ে টেকনিক্যাল বেতন স্কেল ও পদ মর্যাদার দাবিতে তারা কর্মবিরতি পালন করছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মবিরতি করে অবস্থান চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা।
স্বাস্থ্য পরিদর্শক-১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২ এবং স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান করে নিয়োগ বিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবি জানা তারা।
ফলে সারাদেশের মতো নাগরপুরেও বন্ধ রয়েছে টিকা প্রদানসহ সকল কার্যক্রম।
এ সময় স্বাস্থ্য সহকারী, AHI, HA উপজেলার ১২টি ইউনিয়নের স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন। সম্পাদনা – অলক কুমার