টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে নারীদের কাবাডি প্রতিযোগিতা। গ্রামীণ ঐতিহ্যবাহী এ খেলাটি দেখতে আশপাশের কয়েক গ্রামের হাজারো দর্শক মাঠে ভিড় করেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেয় টাঙ্গাইল কাবাডি কল্যাণ সংস্থা ও মেঘলা কাবাডি কল্যাণ এক্সপ্রেস। টানটান উত্তেজনায় ভরা খেলায় শেষ পর্যন্ত বিজয়ী হয় টাঙ্গাইল কাবাডি কল্যাণ সংস্থা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। উদ্বোধক ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, শহর বিএনপি সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক, জেলা যুবদল সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, সদর উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, জেলা ছাত্রদল সদস্য সচিব এম.এ বাতেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাতুলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হুসাইন মোহাম্মদ এরশাদ।
এসময় ফরহাদ ইকবাল বলেন, “সদর উপজেলার ১২টি ইউনিয়নে ফুটবল, হাডুডু ও কাবাডিসহ বিভিন্ন খেলার আয়োজন করেছি। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”
খেলায় অংশগ্রহণকারী নারী খেলোয়াড়রা জানান, স্থানীয় পর্যায়ে এমন আয়োজন তাদের জন্য প্রেরণা। দর্শনার্থীরাও মনে করেন, গ্রামীণ খেলাধুলার আয়োজন নিয়মিত হলে সমাজ থেকে মাদক ও সন্ত্রাস কমে যাবে এবং তরুণ প্রজন্ম সুস্থ বিনোদনে উৎসাহী হবে।