সাভারের আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) দুই কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কুরগাঁও এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বরিশালের বাবুগঞ্জ থানার কেদারপুর গ্রামের মৃত আ. বারেকের ছেলে মো. সবুজ (৪১) এবং ঢাকার আশুলিয়া থানার ঘোষবাগ পশ্চিমপাড়া গ্রামের মৃত আ. মজিদের ছেলে মো. রিয়াজ উদ্দিন (৩৫)।
ঢাকা জেলা ডিবি (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে সাভার, আশুলিয়া ও ধামরাইসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় আশুলিয়া থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন।