দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। উৎসবকে ঘিরে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় এক হাজার ২৪৭টি পূজা মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হয়ে এখন চলছে সাজসজ্জা ও রঙতুলির ছোঁয়া। শিল্পীদের নিপুণ হাতে মাটির প্রতিমা হয়ে উঠছে অপরূপ সৌন্দর্য্যমণ্ডিত।
পঞ্জিকা অনুযায়ী, ২১ সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে দেবীপক্ষের সূচনা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর দেবীর বোধন ও মহাপঞ্চমী, ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজা, ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাঅষ্টমী, ১ অক্টোবর মহানবমী এবং ২ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গোৎসবের।
টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর জেলায় মোট ১,২৪৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে বেশি মণ্ডপ রয়েছে মির্জাপুর উপজেলায় (২৫৭টি)। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব, আনসার ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। এছাড়া প্রতিটি মণ্ডপে স্থানীয় স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন।
জেলা পূজা উদযাপন ফ্রন্ট জানিয়েছে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সরকার প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি চাল বরাদ্দ দিয়েছে এবং টাঙ্গাইল পৌরসভা আওতাধীন প্রতিটি মণ্ডপকে ৫ হাজার টাকা সহায়তা দিয়েছে।
প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিমা সাজসজ্জার কাজ শেষ হবে। এদিকে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসন জানিয়েছে, দুর্গোৎসবকে ঘিরে জেলায় বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে এবং পূজা চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।