ঢাকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের নিযুক্ত রাষ্ট্রদূত সের্জিও গোর-এর সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে ড. ইউনূস জানান, অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করছে। তিনি বিশেষ দূতকে আশ্বস্ত করেন যে, নির্বাচনের পরিবেশ স্বচ্ছ এবং নিরপেক্ষ থাকবে।
উভয় পক্ষ বৈঠকে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ড. ইউনূস সের্জিও গোরের নেতৃত্বের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্রের পক্ষকে বাংলাদেশের প্রচেষ্টায় সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। এছাড়া তিনি বিশেষ দূতকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।