গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের দ্রুত সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জেলা গণ অধিকার পরিষদের কার্যালয়ে জেলা কমিটির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে জেলা গণ অধিকার পরিষদের সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নাগরপুর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি আল আমিন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফাহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক নবাব আলী, সাংগঠনিক সম্পাদক কায়ছার আহমেদ, সমাজসেবা সম্পাদক মাহতাব আহমেদ মাহি উপস্থিত ছিলেন।
এছাড়াও সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি নিলয় আহমেদ, সাংগঠনিক সম্পাদক তামান্না ইসলাম তরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে নুরুল হক নুরের দ্রুত আরোগ্য কামনা করে সবাই একসাথে প্রার্থনা করেন।