প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন পেতে আগ্রহী একাধিক প্রার্থী থাকলেও স্থানীয় ভোটারদের আস্থা কুড়াচ্ছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রদল-যুবদল নেতা সুলতান সালাউদ্দিন টুকু।
সুলতান সালাউদ্দিন টুকু জিয়া পরিবারের আস্থাভাজন, পরিশ্রমী ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত। স্থানীয়দের মতে, টুকু শুধু সাংগঠনিক দিক থেকে নয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমেও তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন।
সদরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে আলাপ করে জানা যায়, নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সালাউদ্দিন টুকুর জনপ্রিয়তা আরও বাড়ছে। ভোটারদের ধারণা, তিনি মনোনয়ন পেলে কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদে থাকার সুবাদে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। ফলে জেলার উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
গত কয়েক মাসে তরুণ সমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে উজ্জীবিত করেছেন টুকু। টাঙ্গাইল স্টেডিয়ামে ব্যান্ড তারকা জেমসসহ জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় আয়োজিত অনুষ্ঠান ব্যাপক সাড়া ফেলেছিল। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ চারা বিতরণ কার্যক্রমও মানুষের প্রশংসা কুড়িয়েছে।
তবে এ জনপ্রিয়তাকে ঘিরে প্রতিদ্বন্দ্বী মনোনয়ন প্রত্যাশীরা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তার সমর্থকরা।
এ বিষয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “আমি নির্বাচিত হলে টাঙ্গাইল সদরকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই। জনগণ আমাকে যে আস্থা দিয়েছে, তার প্রতিদান উন্নয়নের মাধ্যমে দেবো ইনশাল্লাহ।”