জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আক্তার হোসেনের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা শাখা আয়োজন করে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন এনসিপি টাঙ্গাইল জেলা শাখার প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের সাবেক সদস্য সচিব আবু আহমেদ শেরশাহ, সদর উপজেলা প্রধান সমন্বয়কারী মিজানুর রহমান, মির্জাপুর উপজেলা প্রধান সমন্বয়কারী মাসুদ, দেলদুয়ার উপজেলা প্রধান সমন্বয়কারী উর্মি আক্তার ও কালিহাতী উপজেলা সমন্বয়কারী রাসেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সমন্বয়কারী কামরুজ্জামান শাওন। জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও এতে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, আওয়ামী লীগ প্রবাসেও বিরোধী কণ্ঠ দমন করতে সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়েছে। এ সময় তারা সরকারের নিরাপত্তা ব্যবস্থার অবহেলারও নিন্দা জানান এবং বলেন, যারা আওয়ামী লীগের গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন, তারাই এই ধরনের হামলার দায়ে অব্যাহতি পেতে পারে না।