টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। ডাল জাতীয় শস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বুধবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোহরা সুলতানা যূথী।
২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০০ কৃষকের মাঝে ৫ কেজি মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুফিয়া খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খায়রুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় হ্রাস এবং ডাল জাতীয় শস্য উৎপাদনে উৎসাহিত করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তারা।