নতুন বাংলাদেশে গঠনতান্ত্রিক রাজনীতির যুগ শুরু হয়েছে, যেখানে আগামীর রাজনীতি মানুষের পরিবর্তিত মনস্তাত্ত্বিক চাহিদাকে প্রতিফলিত করবে—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে ‘জিয়া সুইমিং কার্নিভাল’ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
খসরু বলেন, ক্রীড়াঙ্গণকে নতুন মাত্রায় নিয়ে যেতে হবে। রাজনীতি ও অর্থনীতির পাশাপাশি খেলাধুলাকেও গণতান্ত্রিকভাবে সম্প্রসারণ করতে হবে, যাতে দেশের সব মানুষ সুযোগ পায়।
তিনি আরও বলেন, রাজনীতিতে জনগণের প্রত্যাশা পরিবর্তিত হচ্ছে এবং জনগণ বিএনপিকে একটি আদর্শ দল হিসেবে দেখতে চায়।