বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, গত ৫ আগস্টের মতো ঘটনাগুলি যেন আর কখনও দেশে পুনরায় না ঘটে। আমরা প্রতিশোধের রাজনীতি চাই না। অতীতের অত্যাচার-নির্যাতনের প্রতিশোধ নেওয়ার পরিবর্তে রাজনীতিতে সম্প্রীতি গড়ে তুলতে চাই।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি নিরঞ্জন পাল প্রমুখ।
সিদ্দিকী আরও বলেন, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিটি পূজামন্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। মির্জাপুর উপজেলায় অনুষ্ঠিত হবে ২৫৮টি মন্ডপ, যেখানে দলের নেতাকর্মীরা নিরাপত্তার দায়িত্বে থাকবে।
উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি কাদের সিকদার, উপজেলা বিএনপির সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সহসভাপতি জুয়েল সিকদার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ফরিদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াজেদ মৃর্ধা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুর রহমান স্বপন, যুগ্ম আহবায়ক শাকিল খান প্রমুখ।