টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ধলেশ্বরী নদীর শ্যামারঘাট এলাকায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় যুব সমাজের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। সভাপতিত্ব করেন জেলা তাঁতি দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব এবং উদ্বোধন করেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ।
এসময় বক্তব্য রাখেন টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, সহ-সভাপতি মামুন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাভলু মিয়া।
বক্তারা বলেন, নৌকাবাইচ গ্রামীণ ঐতিহ্যের অন্যতম প্রতীক। এ আয়োজনকে এগিয়ে নিতে স্থানীয় যুবকদের ধন্যবাদ জানিয়ে বক্তারা ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
প্রতিযোগিতা উপভোগ করতে আশপাশের ঢালান গোপালপুর, গোয়ালপাড়া, চকচৌবাড়িয়াসহ বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নারী-পুরুষ ও শিশু নদীর দুই তীরে ভিড় করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করা হয়।