শারদীয় দুর্গোৎসবকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার মিজানুর রহমান পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী তাঁরা সদর উপজেলা ও দেলদুয়ার উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পূজা মণ্ডপ ও আশপাশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্তদের কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এ সময় তাঁরা সনাতন ধর্মাবলম্বীসহ স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সার্বিক বিষয়ে আলোচনা করেন।
জেলা প্রশাসক শরীফা হক বলেন, “সমস্ত অংশীজনদের সহযোগিতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ।”
পূজা মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসানসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।