বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) তিনি একটি ভিডিও বার্তায় এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, “বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ থেকে শুরু হচ্ছে। আমি দেশের হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানাই।”
তিনি আরও বলেন, “বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে তাদের ধর্ম পালন করবে। এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য ফুটিয়ে তোলে। এর মাধ্যমে আমাদের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভাতৃত্বের প্রকাশ ঘটে।”
ভারপ্রাপ্ত চেয়ারম্যান উল্লেখ করেন, “রাষ্ট্র এবং সংবিধান অনুযায়ী, ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যে ব্যক্তি অন্য নাগরিককে নির্যাতন বা অসুবিধা দেবে, ধর্ম-বর্ণ নির্বিশেষে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “শারদীয় দুর্গাপূজাকে ঘিরে কোনো সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি বা নিরাপত্তা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
তারেক রহমান হিন্দু সম্প্রদায়ের প্রতি বলেন, “আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে নিরাপদে সারাদেশে উৎসব উদযাপন করুন। সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা সর্বত্র ছড়িয়ে দিন। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, নিরাপত্তা সবার অধিকার।”