বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্লাব কোটায় ১২টি পরিচালক পদ নিয়ে জোর আলোচনায় রয়েছে ‘নাইন প্লাস থ্রি’ বা ‘টেন প্লাস টু’ হিসেবে পরিচিত সমঝোতার সম্ভাবনা। সম্প্রতি মুখোমুখি দুই পক্ষের উত্তেজনা কিছুটা কমেছে। সংবাদমাধ্যমে জানা গেছে, তামিম ইকবালপন্থী অংশ নির্বাচনের জন্য দুই-তিনটি পদ ছাড় দিতে রাজি হয়েছে। তবে আমিনুল ইসলামপন্থী অংশের রফিকুল ইসলাম তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি।
বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের বলেন, “প্রতিপক্ষ না থাকলে নির্বাচন জমে কি? আমরা চাই প্রতিদ্বন্দ্বিতা হোক। সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, আরও কয়েক দিন সময় আছে।”
আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে এবং আগামীকাল আপত্তি গ্রহণ ও শুনানির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে। ১ অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময় থাকায় সকল পক্ষই সমঝোতার সুযোগ খোলা রেখেছে।
এদিকে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলরদের নাম পাঠানোর নির্দেশনা নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলামের চিঠিকে কেন্দ্র করে দুই পক্ষের দ্বন্দ্ব থাকলেও হাইকোর্টের স্থগিতাদেশের কারণে নতুন করে বিতর্ক তৈরি হওয়ার সুযোগ নেই। চেম্বার আদালত এই স্থগিতাদেশের মেয়াদ ৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। বিসিবির আইনজীবী মাহিন এম রহমান জানিয়েছেন, “এ কারণে নির্বাচনে কোনো বাধা নেই।”
৬ অক্টোবরের নির্বাচনের প্রস্তুতি হিসেবে, ক্লাব কোটার ১২ পদে মোট ৩০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, ক্যাটাগরি-১-এর ১০ পদে ১৮ জন এবং বিশ্ববিদ্যালয় ও সার্ভিসেসের জন্য একটি পদে তিনজন মনোনয়ন দিয়েছেন।