সোমবার (২৯ সেপ্টেম্বর) টাঙ্গাইলে উদযাপিত হয়েছে বিশ্ব হার্ট দিবস ২০২৫। হৃদরোগ প্রতিরোধ, সুস্থ হৃদয়ের গুরুত্ব এবং সচেতনতা বাড়াতে প্রতিবছর বিশ্বব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ দিবস পালিত হয়।
সকালে টাঙ্গাইল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে বুরো হাসপাতাল থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বুরো হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ আব্দুল কুদ্দুস, সাবেক অধ্যক্ষ ও পরিচালক প্রফেসর ডা. মোহাম্মদ আলী খান, বুরো হেলথ কেয়ার ফাউন্ডেশনের চেয়ারপারসন ডা. সাঈদা খান, পরিচালক রাহেলা জাকির, হাসপাতালের রেজিস্ট্রার ডা. মুহাম্মদ মোখলেছুর রহমান, টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন মোঃ আব্দুল আজিজুল হক, শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. ফখরুল আমিন বাদলসহ অন্যান্য চিকিৎসক ও অতিথিরা।
বক্তারা হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যকর জীবনযাপন ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার ওপর গুরুত্ব আরোপ করেন।