টাঙ্গাইলের দেলদুয়ারে সাপের কামড়ে নাসির উদ্দিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার আটিয়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নাসির ওই গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ধরার সময় নাসিরের জালে একটি বিষধর সাপ আটকে যায়। সাপটি ছাড়ানোর চেষ্টা করলে হঠাৎই তাকে কামড়ে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে এন্টিভেনম দেয়া হলেও অবস্থার উন্নতি না হওয়ায় সন্ধ্যায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। পরে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আশরাফুল আলম জানান, সকাল সাড়ে ১০টার দিকে নাসিরকে হাসপাতালে আনা হয় এবং এন্টিভেনম দেয়া হয়। তবে রোগীকে ঝার-ফুঁকের মাধ্যমে দেরিতে হাসপাতালে আনার কারণে তার অবস্থা গুরুতর হয়ে যায়।