হিন্দু সম্প্রদায়ের মহাউৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান নাগরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে তিনি উপজেলার ওঁঝা ঠাকুর হরনাথ স্মৃতি কেন্দ্রীয় মন্দির চৌধুরী বাড়ি ক্লাব, দুয়াজানি মহামায়া ক্লাব ও সূর্য কান্ত সাহার বাড়ির পূজামণ্ডপে যান।
পূজামণ্ডপ পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আদিবুল ইসলাম, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান, উপজেলা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহদী হোসাইন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, পূজা উদযাপন পরিষদ নাগরপুর উপজেলা শাখার আহ্বায়ক শিব শংকর সাহা ও সদস্য সচিব ঝুটন কুমার সাহা।
এছাড়া উপজেলা জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি নেতৃবৃন্দসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতা ও পূজারীরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।