দীর্ঘদিন পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে বান্দরবানের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কেওক্রাডং। আগামী ১ অক্টোবর থেকে পর্যটকরা আবারও এ পাহাড়ি গন্তব্যে ভ্রমণ করতে পারবেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটকদের নিরাপত্তা ও আবাসন সুবিধা নিশ্চিত করে কেওক্রাডং ভ্রমণ উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
এর আগে রুমা ও থানচি উপজেলায় সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর তৎপরতা বেড়ে যাওয়ায় ২০২২ সালের শেষ দিকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। দীর্ঘ প্রায় তিন বছর পর নিষেধাজ্ঞা কাটিয়ে কেওক্রাডং পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত হওয়ায় স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন।
কেওক্রাডং বাংলাদেশের অন্যতম উচ্চতম শৃঙ্গ, যা পর্যটক ও প্রকৃতিপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণীয় ভ্রমণকেন্দ্র হিসেবে পরিচিত।