টাঙ্গাইলের মির্জাপুরে শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে সুইডেনের রাষ্ট্রদূত এইচ ই নিকোলাস উইকস পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে তিনি দানবীর শহীদ রণদা প্রসাদ সাহার কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছান। সেখানে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. আব্দুল হালিম রাষ্ট্রদূতকে স্বাগত জানান।
এ সময় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের পরিচালক মহাবীর পতি, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় এবং টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে তিনি বজরা যোগে লৌহজং নদী পাড়ি দিয়ে রণদা দুর্গামণ্ডপে যান এবং ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের পরিবেশিত আরতী অনুষ্ঠান উপভোগ করেন।
দর্শনার্থীদের ভিড়ে মুখর ছিল রণদা সাহার পূজামণ্ডপসহ মির্জাপুরের বিভিন্ন মণ্ডপ। এর মধ্যে অনির্বাণ যুব সংঘ, আনন্দময়ী যুব সংঘ, আন্ধরা শিল্পী সংঘ, মধ্যপাড়া ক্লাব, বাইমহাটি প্রত্যাশা যুব সংঘ, পালপাড়া যুব সংঘ এবং মহেড়ার ছাওয়ালী কালীবাড়ী দুর্গা মণ্ডপে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ বছর মির্জাপুর উপজেলায় মোট ২৫৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।