টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুদ রাখার দায়ে এক ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের দক্ষিণ বাজারে অবস্থিত বারেক এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় কীটনাশক ডিলার আশরাফুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দেলদুয়ার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুল হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুফিয়া আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা।