টাঙ্গাইলের মির্জাপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভিপি হযরত আলী মিঞা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামন্ডপ পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে তিনি কুমুদিনী হাসপাতাল ক্যাম্পাসে পৌঁছালে কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় তাকে স্বাগত জানান।
এ সময় হযরত আলী মিঞার সঙ্গে ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাত হোসেন দিপু, সাংগঠনিক সম্পাদক মাহাবুব হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুজ্জামান লিটন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি বদর উদ্দিন, সাধারণ সম্পাদক অতুল সাহা এবং ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হোসেনসহ আরও অনেকে।
পরে তিনি বজরা যোগে লৌহজং নদী পার হয়ে রণদা প্রসাদ সাহার দুর্গামন্ডপে যান। সেখানে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় মন্ডপে উপচেপড়া দর্শনার্থীর ভিড় দেখা যায়। এ বছর মির্জাপুর উপজেলায় মোট ২৫৭টি মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।