টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের জোয়াইর গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শাহীন (১৭) নামের এক কিশোরের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত শাহীন বীরবাসিন্দা গ্রামের প্রবাসী আব্দুল্লাহর ছেলে। তিনি মায়ের সঙ্গে নানা বাড়ি জোয়াইর গ্রামে থাকতেন।
পরিবারের অভিযোগ অনুযায়ী, শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বাড়ির পাশের পরিত্যক্ত অটো রাইস মিল এলাকায় ক্রিকেট খেলতে ডেকে নেয় আজিজ নামের এক তরুণ। সেখানে খেলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে একই গ্রামের আয়নালের ছেলে দেলোয়ারের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এতে গুরুতর আহত হয় শাহীন। স্বজনেরা তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
নিহতের মামী জানান, “ডেকে নিয়ে পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে এবং পরে জোর করে বিষ খাওয়ানো হয়েছে। প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দিতে চাচ্ছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
অন্যদিকে অভিযুক্ত দেলোয়ারের দাদা করিম দাবি করেন, “মারামারির কথা জানার পর নাতিকে বকেছি। পরে শাহীনের বাড়িতে গিয়ে ক্ষমা চেয়েছি। রাতে শুনি সে বিষ খেয়েছে, এর বেশি কিছু জানি না।”
কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতেমা আক্তার বলেন, “রাত সাড়ে ৮টার দিকে শাহীন হাসপাতালে আসে। সে জানায় ইঁদুরের বিষসহ অন্যান্য ওষুধ খেয়েছে। ট্রমা ওয়াশ করার চেষ্টা করলে সে পাইপ খুলে ফেলে। তার গলায় খামচানোর দাগও দেখা গেছে।”
কালিহাতী থানার ওসি মাহবুবুর রহমান জানান, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
কিশোর শাহীনের মৃত্যু নিয়ে পরিবার বলছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, আর অপর পক্ষ বলছে এটি আত্মহত্যা। ফলে রহস্য উদঘাটনে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় সবাই।