বাংলাদেশের কুটির শিল্পের প্রতি মুগ্ধ হয়ে টাঙ্গাইলে তিনদিনব্যাপী কুটির শিল্প পণ্য প্রদর্শনী ও মেলা প্রাণবন্ত হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের ৯ জন নারী উদ্যোক্তার আগমনে। শনিবার (৪ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহরের আদালতপাড়া টোটাল অফিস সেন্টারে রুরাল ইনেশিয়েটিভ অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রিওয়া) আয়োজিত এ প্রদর্শনী ও মেলার সমাপনী অনুষ্ঠিত হয়।
রোটারি ক্লাব অব টাঙ্গাইল, রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটি এবং রোটার্যাক্ট ক্লাব অব মওলানা ভাসানী মেলায় সহযোগিতা করে। যুক্তরাষ্ট্রের পার্টনার ফর ওয়ার্ল্ড হেলথের সিইও ও প্রতিষ্ঠাতা ইলিজাবেথ অ্যানি ম্যাকলানের নেতৃত্বে মারিয়েটা ইয়ো এটিনজা, সারা বেলার্ড, আরিয়াটা কিলিংজারসহ মোট ৯ জন নারী উদ্যোক্তা প্রদর্শনীতে অংশ নেন।
রিওয়া সভাপতি মোহাম্মদ রবিউল ইসলামের তত্ত্বাবধানে আয়োজিত এ মেলায় তাঁতশিল্প, মৃৎশিল্প, হস্তশিল্প, ফ্যাব্রিক, আচার, মাশরুম ফুড কর্নারসহ স্থানীয় বহু উদ্যোক্তা তাদের পণ্য প্রদর্শন করেন। রিওয়া দীর্ঘদিন ধরে মাছ চাষ, নার্সারি, পশুপালন, আইটি প্রশিক্ষণ, হস্তশিল্প ট্রেনিং সেন্টারসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে—যার বাস্তবচিত্র ফুটে ওঠে এই মেলায়।
যুক্তরাষ্ট্রের অতিথিরা বাংলাদেশের গ্রামীণ নারীদের তৈরি হস্তশিল্প ও উদ্ভাবনী পণ্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে ব্যবসায়িক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।