টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-কর্মকর্তা ও সুধীজন অংশগ্রহণ করেন।
বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের গুরুত্ব তুলে ধরে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা বিশেষভাবে আলোকপাত করেন। তারা বলেন, “গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকরা জাতি গঠনের অগ্রপথিক। তাদের মর্যাদা রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।”