আজ সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত আয়শা ক্লথিং লিমিটেড নামক তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সবুজ ইসলাম জানান, “ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে অবস্থিত কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায়। জিরাবো ফায়ার স্টেশনের তিনটি ইউনিট এবং ডিপিজেড ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তীব্রতার কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা সমস্যা হচ্ছে।”
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন। এছাড়াও, আগুনে কেউ হতাহত হয়েছে কি না, তা নিশ্চিত করা যায়নি।
ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যাচ্ছেন এবং প্রাথমিকভাবে আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।