খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের গুলিতে ইমরান মুন্সি (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে মহানগরীর এক নম্বর কাস্টমস ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমরান মুন্সি শহরের মুন্সিপাড়া দ্বিতীয় লেনের বাসিন্দা বাবুল মুন্সির ছেলে। তিনি পেশায় ইট-বালুর ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, রাতে কাস্টমস ঘাট এলাকায় একটি ইট বিক্রির দোকানে বসে ছিলেন ইমরান মুন্সি। এ সময় মোটরসাইকেলে আসা অজ্ঞাত পরিচয়ের কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তার ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,
“হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পূর্ব শত্রুতার জেরে সংঘটিত হতে পারে।”
স্থানীয়রা জানান, ইমরান এলাকায় পরিচিত ব্যবসায়ী ছিলেন এবং তার সঙ্গে কয়েকজনের ব্যবসায়িক বিরোধ ছিল বলে শোনা যায়। তবে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশ তদন্ত করছে।