টাঙ্গাইলের ঘাটাইলে জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়ন জাকের পার্টি ও এর সহযোগী সংগঠনগুলোর আয়োজনে পেঁচাআটার বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা (পূর্ব) জাকের পার্টির সভাপতি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী আব্দুল আজিজ খান অটল।
সভায় সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা জাকের পার্টির সভাপতি হোসেন আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা (পূর্ব) জাকের পার্টির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক। এছাড়া উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জাকের পার্টির সহসভাপতি লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক শাহজালাল নওশের, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা রন্ধন ফ্রন্টের সভাপতি মনিরুজ্জামান খান মনির, জেলা ছাত্রী ফ্রন্টের সভাপতি ছালেহা রহমান, এবং জেলা বাস্তহারা ফ্রন্টের সভাপতি রিপন মিয়া।
জনসভা শেষে জাকের পার্টির নেতাকর্মীরা বিভিন্ন সচেতনতামূলক স্লোগানসহ একটি র্যালি বের করেন। এতে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।