বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা কর্মসূচির আলোকে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এই কর্মসূচি জনগণের মাঝে প্রচারের অংশ হিসেবে টাঙ্গাইল সদর উপজেলার ২নং গালা ইউনিয়নের রসুলপুর হাটে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে এ কর্মসূচির আয়োজন করে টাঙ্গাইল জেলা বিএনপি, গালা ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল। এ সময় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে প্রচারণা চালানো হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে দীর্ঘ নয় বছরের আন্দোলনের মাধ্যমে দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এখন দেশনায়ক তারেক রহমান স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছেন।
নেতারা আরও বলেন, বিএনপি সবসময় জনগণের সঙ্গে করা ওয়াদা রক্ষা করে। তারই ধারাবাহিকতায় তারেক রহমানের ৩১ দফা পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশে শান্তি, উন্নয়ন ও জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটবে।