স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, এন্ট্রি পদ নবম গ্রেডে উন্নীতকরণ, চার স্তরীয় পদসোপান বাস্তবায়ন, আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদানসহ নানা দাবিতে টাঙ্গাইলে শিক্ষকদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নের জোর দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা এবং প্রেস ব্রিফিং করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন।
সভায় বক্তারা বলেন, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত না হওয়ায় প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং সৃষ্টি হচ্ছে নানা জটিলতা। তারা জানান, এন্ট্রি পদ নবম গ্রেড ও চার স্তরীয় পদসোপান বাস্তবায়ন না হওয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে পদোন্নতিতে বৈষম্যের শিকার হচ্ছেন।
শিক্ষক নেতারা আরও বলেন, “আমরা বাড়তি কিছু চাই না, শুধু আমাদের ন্যায্য অধিকার চাই। যারা একসময় মাধ্যমিক শিক্ষকদের সমপর্যায়ের ছিলেন, তারা এখন উপরের গ্রেডে। তাই আমরা বৈষম্যহীন পদসোপান ও নবম গ্রেড বাস্তবায়নের দাবি জানাই।”
সভায় শিক্ষকদের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয়ে বক্তব্য রাখেন আব্দুল কদ্দুছ, রেজাউল করিম, আব্দুল আলীম ও মনোরঞ্জন ধর। তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার আহ্বান জানান এবং দাবি আদায়ে শক্তিশালী কর্মসূচি ঘোষণার প্রস্তাব দেন।