ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি ও বাণিজ্য কার্যক্রম আবারও শুরু হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে ভারতের ত্রিপুরা রাজ্যে মাছ রপ্তানির মধ্য দিয়ে পুনরায় বাণিজ্য কার্যক্রম শুরু হয়। এতে স্থলবন্দরের ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
এর আগে, শারদীয় দুর্গোৎসব, লক্ষ্মীপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে টানা সাত দিন বাণিজ্য বন্ধ ছিল।
আখাউড়া স্থলবন্দর সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গোৎসবের ছুটি, ৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি, এবং ৬ ও ৭ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটিতে বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল।
আখাউড়া স্থলবন্দর মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, “দীর্ঘ সাত দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে ভারতের ত্রিপুরা রাজ্যে মাছ রপ্তানির মধ্য দিয়ে বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। এতে ব্যবসায়ী, শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।”
তবে এ সময় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল, জানিয়েছেন ইমিগ্রেশন ইনচার্জ ওসি মো. আব্দুস সাত্তার।