টাঙ্গাইলের ধনবাড়ীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এক দোকানিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৮ অক্টোবর) দুপুরে মুশুদ্দি ইউনিয়নের মুশুদ্দি চৌরাস্তা বাজারে এ অভিযান পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েম ইমরান।
অভিযান চলাকালে মনোহরী দোকানে মেয়াদোত্তীর্ণ চানাচুর, কোমল পানীয় সেভেন আপসহ বিভিন্ন পণ্য বিক্রির প্রমাণ মেলে। এ অপরাধে দোকান মালিক আব্দুল আওয়ালকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েম ইমরান জানান, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। ভবিষ্যতেও মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিকর পণ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযান পরিচালনার সময় ধনবাড়ী থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।











