টাঙ্গাইলের নাগরপুরে “অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান” প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষান-কৃষানি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
০৮ অক্টোবর হতে ০৯ অক্টোবর পর্যন্ত উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩০ জন কৃষান ও কৃষানি অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পারিবারিক পুষ্টিবাগান গঠন, সবজি ও ফল উৎপাদন, চারা পরিচর্যা এবং নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে উপস্থিত কৃষান-কৃষানিদের মধ্যে বিভিন্ন সবজির বীজ ও ফল গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এস. এম. রাশেদুল হাসান। এছাড়া অতিরিক্ত কৃষি অফিসার এবং কৃষি সম্প্রসারণ অফিসারগণ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন।
কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা পারিবারিক পর্যায়ে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে আরও সক্রিয় ভূমিকা রাখবেন।